নারায়ণগঞ্জের ফতুল্লায় পাসপোর্ট দালাল চক্রের ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহষ্পতিবার (১৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু।
এসময় তাদের কাছ থেকে ২২টি পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি স্লিপের ৪৮৭ টি কপি, ১৯ টি এনআইডি কার্ড, ৮টি রাবার সীল, ২০টি মোবাইল ফোন এবং ৩১টি সীম উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন: মো. মুকুল মোল্লা (৩০), মো. সাইফুল ইসলাম (২৮), মো. রাকিব (২৫), মো. আলমগীর (৩২), মো. নবীন (১৮), মো. শফিকুল ইসলাম রানা (৩৫), মো. সাখায়েত উল্লাহ (৩০), মো. শফিকুল ইসলাম (৪৫), মো.ইমরান হোসেন সুজন (৩৪), মো. সিরাজ উদ্দিন সাজু (৩৯), হাসান ইকবাল (৩৬), মো. জাহিদ (৪৫), মো. মফিজুল (৩৫) ও মো. সজিব (৩২)।
রিজওয়ান সাঈদ জিকু জানান, বুধবার দুপুরে ফতুল্লার সাইনবোর্ড এলাকার পৃথক স্থান থেকে পাসপোর্ট দালাল চক্রের ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। তারা সবাই দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন লোকজনের কাছ থেকে পাসপোর্ট তৈরি করে দেয়ার নাম করে প্রতারণা করে আসছে। এর মাধ্যমে বেআইনিভাবে অন্যের পাসপোর্ট নিজেদের দখলে রেখে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে গ্রেফতাররা স্বীকার করে।
গ্রেফতাররা বিভিন্ন থানার ডিউটি অফিসারের সীল ব্যবহার করে ভুয়া কাগজপত্র তৈরীর মাধ্যমে প্রতরণার বিষয়টিও স্বীকার করে।
প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
এমি/দীপ্ত