ভারতীয় ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তন এসেছে আবারও। টেস্ট দলের পর এবার ওয়ানডে দলেরও অধিনায়ক হলেন তরুণ ব্যাটার শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে গিলকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নেতৃত্ব হারালেও দলে রয়েছেন আগের অধিনায়ক রোহিত শর্মা। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন তারকা ব্যাটার বিরাট কোহলি। সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।
মূলত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তরুণ নেতৃত্বে আস্থা রেখেছে বোর্ড। অধিনায়ক হিসেবে এটি হবে গিলের প্রথম ওয়ানডে সিরিজ। এর আগে টেস্টে তাকে স্থায়ী অধিনায়ক করা হয়েছিল, পাশাপাশি টি–টোয়েন্টিতেও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
২৬ বছর বয়সী গিলের ওয়ানডে নেতৃত্বের অভিজ্ঞতা সীমিত হলেও লিস্ট–এ ক্রিকেটে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন তিনি। টেস্টে তার অধিনায়কত্বে ভারত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করেছিল এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বড় ব্যবধানে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ–অধিনায়ক), কেএল রাহুল, ধ্রুব জুরেল, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানা।