সুপার এইটে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা হারিয়ে আরেকটি রেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-২০ বিশ্বকাপে ৫০ উইকেট নেয়ার মালিক এখন বাংলাদেশের পোস্টার বয় সাকিব।
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী আসর খেলা কয়েকজন ক্রিকেটারের মধ্যে সাকিব একজন যিনি এখনও খেলে যাচ্ছেন। ৪১ ম্যাচে ১৯.৩৮ গড়ে ৪৯ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।
টি-২০ বিশ্বকাপের শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় অনেক এগিয়ে আছেন সাকিব। ধারণা করা হচ্ছে, পরবর্তী টুর্নামেন্টেও শীর্ষেই এই বাঁহাতি।
কেননা সুপার এইট পর্বে খেলা দলগুলির মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ১৯ ম্যাচে ৩৪ উইকেট নিয়ে তালিকার ১০ নম্বরে আছেন। সাকিব ছাড়া তার ওপরের আট জনই অবসরে চলে গেছেন।
এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট পূর্ণ করা থেকে আর মাত্র দুই উইকেট দূরে সাকিব।নিউজিল্যান্ডের টিম সাউদির পর তিনিই হতে পারেন এই অর্জন করা দ্বিতীয় বোলার। ১২৬ ম্যাচে সাউদির উইকেট ১৬৪। ১২৭ ম্যাচে সাকিবের উইকেট ১৪৮। তার পরেই আছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান; যিনি মাত্র ৯০ ম্যাচেই ১৪৭ উইকেট নিয়েছেন।