প্রবল বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ৪টি আশ্রয় শিবিরে পৃথক পাহাড় ধসে নয়জন নিহত হয়েছেন।
বুধবার (১৯ জুন) ভোররাতে পাহাড় ধসের এ ঘটনা ঘটেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
নিহতরা হলেন– রোহিঙ্গা মো. হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মো. কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মো. হোসেন আহমদ (৩০), তার স্ত্রী আনোয়ারা বেগম ও স্থানীয় শিশু আবদুল করিম (১২)।
কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসু দ্দৌজা বলেন, ‘অতি বর্ষণের কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে ৩ জন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে ৪ জন, ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে ১ জন এবং ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে স্থানীয় একজনের মৃত্যু হয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ