নারীদের ইউরোর নাটকীয় প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (২২ জুলাই) ইতালিকে ২–১ গোল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড।
সুইজারল্যান্ডের জেনেভায় ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় ইতালি। লিড নিয়ে ম্যাচ শেষ করতে যাচ্ছিলো তারা। ৯০ মিনিটের ম্যাচের নির্ধারিত সময় শেষ যোগ হয় আরো সাত মিনিট। তখনই শুরু রোমাঞ্চের জন্ম। মিশেল আগিয়েমাং গোলে সমতায় ফেরেন ইংলিশ নারীরা। তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১১৯ মিনিটে বদলি খেলোয়াড় ক্লোয়ি কেলির গোলে হৃদয় ভাঙে ইতালির।
এদিকে, আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও স্পেন। এই ম্যাচে জয়ী দল আগামী রোববার, বাসেলের ফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।