মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

রোনালদোর মাইলফলকের রাতে আল নাসরের জয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ক্রিশ্চিয়ানো রোনালদোর মাইলফলকের রাতে আল শাবাবকে ৫২ গোলে হারিয়েছে আল নাসর।

এ জয়ে সৌদি কিংস কাপের সেমিফাইনালে উঠেছে তারা।

ম্যাচের ১৭ মিনিটে আল নাসরকে প্রথম লিড এনে দেন সেকো ফোফানা। সাত মিনিট পর সমতায় ফেরে শাবাব। দুই গোলে ৩১ এ লিড নিয়ে বিরতিতে যায় রোনালদোর দল।

আরও পড়ুন: মুখোমুখি হচ্ছে মেসিরোনালদো

৭৪ মিনিটে দলের চতুর্থ গোল করে চলতি বছর ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন ৩৮ বছর বয়সি এ পর্তুগিজ তারকা।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More