রোজায় আমদানি করা বিভিন্ন ফলের দাম শতকরা ২৫ থেকে ৩০ ভাগ বাড়তে পারে বলে শঙ্কা করছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর এলসি জটিলতায় ফল আমদানি নিয়েই শঙ্কিত ব্যবসায়ীরা।
রমজান আসার আগেই রাজধানীতে বেড়েছে ফলের দাম। বিশেষ করে খুচরা বাজারে আমদানি করা বিভিন্ন ফলের মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে।
রোজায় দেশের বাজারে ৪০ হাজার টন খেজুরের চাহিদা থাকে। ব্যবসায়ীরা বলছেন, যথাসময়ে এল সি খুলতে না পারায়, এরইমধ্যে বেড়ে গেছে পণ্যের দাম। এই রমজানেও চাহিদা মাফিক ফল আমদানি নিয়ে শঙ্কা রয়েছে।
রোজায় ক্রেতাদের ন্যায্য মূল্যে পণ্য দিতে, এখন থেকেই সংশ্লিষ্ট দপ্তর গুলোকে বাজার তদারকির আহ্বান জানিয়েছে, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।