মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ সড়ক।
বুধবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সাধারণত শুষ্ক জলবায়ু এবং গরম তাপমাত্রার জন্য পরিচিত দুবাইয়ে সোমবার (১৫ এপ্রিল) বৃষ্টি শুরু হয়। সেদিন ২০ মিলিমিটার বৃষ্টি হয়। এরপর দিন মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হয়, যা সারাদিন অব্যাহত ছিল।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার শতাধিক উড়োজাহাজ অবতরণের কথা ছিল বিশ্বের ব্যস্ততম এ বিমানবন্দরে। কিন্তু ঝড়–বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয়েছে। আর যেসব ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলোও আজ সকাল (বুধবার) পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে মঙ্গলবার থেকেই ফ্লাইট চলাচল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মূলত ঝোড়ো বাতাসের কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, প্রবল বর্ষণের কারণে দুবাই মল এবং মল অব দ্য এমিরেটসের মতো ফ্ল্যাগশিপ শপিং সেন্টারসহ শহরের মূল অবকাঠামোগুলোও প্লাবিত হয়েছে। এ ছাড়া গোড়ালি পানিতে তলিয়ে গেছে দুবাই মেট্রো স্টেশন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে রাস্তা–ঘাট ভেসে যাচ্ছে। তার ভেতর দিয়ে কেনোমতে এগিয়ে যাচ্ছে যানবাহন।
এসএ/দীপ্ত সংবাদ