সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

রুশ আগ্রাসনে প্রায় ৮৫০০ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইউক্রেনে রুশ আগ্রাসনে প্রায় সাড়ে ৮ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১১ এপ্রিল) তাদের প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য দেয়া হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর এবছর (৯ এপ্রিল ) পর্যন্ত ৮ হাজার ৪৯০ জনের মৃত্যু এবং ১৪ হাজার মানুষ আহত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি দোনেৎস্ক এবং লুহান্সক অঞ্চলে প্রায় ৪ হাজার বেসামরিক নিহত হয়েছে। তবে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ধারণা, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি।

ইউক্রেন সরকারের নিয়ন্ত্রণে থাকা যেসব এলাকা রুশ বাহিনীর হামলার শিকার হয়েছে, সেসব জায়গাতেই বেশিরভাগ মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এরমধ্যে আছে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলের ৩ হাজার ৯২৭ জন। এই এলাকাগুলোতে তুমুল লড়াই হয়েছে। এদিকে ইউক্রেনের পাল্টা হামলা বিলম্বিত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারেন বলে ধারণা করছে ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। সংস্থাটির মতে, এ জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় ছুটিকে বেছে নিতে পারেন রুশ প্রেসিডেন্ট।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপনীয় নথি ফাঁস নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, এটা জাতীয় নিরাপত্তার জন্য চিন্তার। পাবলিক অ্যাফেয়ার্সবিষয়ক প্রতিরক্ষা সচিবের সহকারী বলেছেন, নথি ফাঁসের এই ঘটনা দেশের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। তাই বিষয়টি রীতিমতো চিন্তার বিষয়।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More