সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

রুবাইদা গুলশানের ‘জোছনাময়ী’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এবারে অমর একুশে বইমেলায় কবি ও কথাসাহিত্যিক রুবাইদা গুলশানের বই ‘জোছনাময়ী’ প্রকাশিত হয়েছে। সমসাময়িক বিষয়ের ওপর ছোটবড় ২২টি গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি।

রুবাইদা বলেন, ‘জোছনাময়ী যে সৌন্দর্য ছুঁয়ে ছুঁয়ে থাকে হৃদয়ে। মানুষ তার কিছু দুঃখ মুক্তার মতো ঝিনুকে লুকিয়ে রাখে, কিছু সুখ পায়রার মতো করে উড়ায় আকাশে। সুখদুঃখের এমনই মিশেলে নির্বাচিত ২২টি গল্পের সমাহার জোছনাময়ী।

বইটি প্রকাশ করেছে গল্পকার। পাওয়া যাচ্ছে ৫৮৩ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন।

২০১৬ সালে রুবাইদা গুলশানের উপন্যাস ‘অন্তরালে বর্ণফুল’ প্রকাশ হয়। ২০১৭ সালে কবিতার বই ‘বিভ্রমে নীলাম্বরী’, ২০১৮ সালে গল্পগ্রন্থ ‘সেফটিপিন’। ২০১৯ সালে প্রকাশ হয় ছোটগল্পের বই ‘অরণ্যের গুঞ্জন’ ও প্রবন্ধের বই ‘আঁধারের আলপনা’, ২০২২ সালে প্রকাশিত হয় মুক্তগদ্য ‘তিতা কথা’।

সেফটিপিন’ বইয়ের জন্য রুবাইদা গুলশান ২০১৮ সালে নজরুল একাডেমি শেখ ফজলল করীম সাহিত্য সম্মাননা পেয়েছেন। ২০১৯ সালে প্রকাশিত ‘অরণ্যের গুঞ্জন’র জন্য লাভ করেন ঢাকার আসওয়াম ফাউন্ডেশন সম্মাননা।

রুবাইদার জন্ম ঠাকুরগাঁওয়ে। পৈতৃক নিবাস যশোরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর শেষ করে বাংলাদেশ ব্যাংকে উপপরিচালক পদে কর্মরত আছেন।

 

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More