রবিবার, অক্টোবর ৫, ২০২৫
রবিবার, অক্টোবর ৫, ২০২৫

‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের বাংলা ভাষার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

রবিবার (২২ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মাহমুদুল হাসান।

রিটে উল্লেখ করা হয়, রিপাবলিক বাংলা বাংলাদেশে সম্প্রচারিত সংবাদ ও প্রতিবেদনগুলোর মাধ্যমে হিন্দুমুসলিম বিভাজন উসকে দেয়ার চেষ্টা করছে, যা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।

রিটে আরও অভিযোগ করা হয়েছে, চ্যানেলটি ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলকে আলাদা করার ইঙ্গিতপূর্ণ প্রচার চালাচ্ছে, যা দেশের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য বিপজ্জনক।

চ্যানেলটির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে রিট আবেদনে বলা হয়, রিপাবলিক বাংলা প্রায়শই ভিত্তিহীন ও অযাচাইকৃত সংবাদ প্রচার করে, যার ফলে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি হয়। তাদের রাজনৈতিক কনটেন্টেও পক্ষপাতমূলক এবং অতিরঞ্জিত উপস্থাপনার অভিযোগ রয়েছে।

এ পরিপ্রেক্ষিতে, রিটে চ্যানেলটির সম্প্রচার অবিলম্বে বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে হাইকোর্টের কাছে অনুরোধ জানানো হয়। একইসঙ্গে তথ্য মন্ত্রণালয়, টেলিযোগাযোগ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে একটি রুল জারির আবেদন জানানো হয়েছে।

রিপাবলিক বাংলা চ্যানেলটি ভারতের রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের মালিকানাধীন। এটি দীর্ঘদিন ধরে উপমহাদেশে বিতর্কিত ও আবেগপ্রবণ রাজনৈতিক ভাষ্যের জন্য আলোচিত।

হাইকোর্ট এ বিষয়ে আদেশ দিলে সেটি বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নযোগ্য হবে কিনা, সে বিষয়ে পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More