শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

রিজার্ভ বাড়াতে যে বিষয়ে জোর দিতে বললেন গভর্নর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের রিজার্ভ বাড়াতে ধার নেয়ার ওপর নির্ভর না করে নিজেদের সক্ষমতাতেই তা বৃদ্ধি করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইআরএফ মিলনায়তনে আয়োজিত ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি একথা কলেন।

গভর্নর বলেন, ‘ধার করে বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে অর্থ নিয়ে রিজার্ভ বাড়ানো দরকার নেই। আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। আমাদের লক্ষ্য চলতি বছরে ৩৪৩৫ বিলিয়নে রিজার্ভ নিয়ে যাওয়া।

তিনি বলেন, ‘বাংলাদেশের খেলাপি ঋণ প্রায় ৩৬ শতাংশ, যা হয়ত পৃথিবীর সবচেয়ে বেশি। আমরা কোনো তথ্য গোপন করিনি। তবে ডিসেম্বরে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭৮১৭ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More