নোয়াখালীর চাটখিলে রাস্তায় এলোমেলোভাবে গাড়ি রাখাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল–সোনাইমুড়ী সড়কের পাঁচগাঁও ইউনিয়নের মোস্তান নগর এলাকার মহুরী মার্কেটে এ ঘটনা ঘটে।
জানা যায়, সড়কে এলোমেলোভাবে গাড়ি রাখাকে কেন্দ্র করে অটোরিকশা চালক ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় অটোরিকশা চালক মো.সাখাওয়াত উল্ল্যাহকে (৫৫) এলোপাতাড়ি মারধর করলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও সিএনজি চালিত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
নিহত মো.সাখাওয়াত উল্ল্যাহ্ (৫৫) উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পাইক বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।
আটককৃতরা হলেন, চাটখিল উপজেলার মৃত নবীর ছেলে রাজু (২৫), সূবর্ণচর উপজেলার আকবর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন(২০)।
জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করেছে। তিনজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
চাটখীল থানা পুলিশ জানান, খবর পেয়ে পুলিশ আসামীদের গ্রেপ্তার করে। বুধবার (৪ অক্টোবর) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাহবুবুর রহমান/পূর্ণিমা/দীপ্ত নিউজ