বরিশালে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৭ মে) বরিশাল র্যাব–৮ এর সদর দপ্তরের মিডিয়া রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান।
আটক সাকিব (২২) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বদনিকাঠি এলাকার নুরু মিয়ার ছেলে।
এর আগে র্যাব–৮ ও র্যাব–১০ এর একটি আভিযানিক দল ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে আটক করে।
মামলার বরাত দিয়ে তিনি জানান, গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই কিশোরী ঝালকাঠির রাজাপুরের তার খালার বাড়ি থেকে নিজবাড়িতে ফিরছিলো। রাজাপুর বাইপাস মোড় এলাকায় পৌঁছালে অভিযুক্ত সাকিব কিশোরীকে তুলে নিয়ে মুখে গামছা বেঁধে একটি বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে ধর্ষণ করে কিশোরীকে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে কিশোরীকে অসুস্থ অবস্থায় বাড়িতে গিয়ে তার বাবা মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় ৬ মে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় সাকিবকে প্রধান আসামি করে একটি মামলা করে কিশোরীর বাবা।
মর্তুজা জুয়েল/এমি/দীপ্ত নিউজ