২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনকে জয়যুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগরের উদ্যোগে সোমবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টায় নগরীর জয় বাংলা চত্বর থেকে নির্বাচনী প্রচার মিছিল বের হয়।
মিছিলটি সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে কুমাড়পাড়া দলীয় কার্যালয় ঘুরে আরডিএ মার্কেটের সামনে দিয়ে মনিচত্বর হয়ে সোনাদিঘি মোড় হয়ে পুনরায় জয় বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। প্রচার মিছিল শুরুর পূর্বে জয় বাংলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী। পথসভা সঞ্চালনা করেন নগর যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু।
প্রধান অতিথি বলেন, রাজশাহীতে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রচার–প্রচারণায় মানুষের যে সাড়া পেয়েছি, ২১ জুন নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।
তিনি আরোও বলেন, যারা নির্বাচন বর্জন করেছে, তারা মনে করেছিল তাদের ছাড়া নির্বাচন হবে না। দেখুন রাজশাহীতে কত উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে।
পিছিয়ে পড়া রাজশাহী অনেক এগিয়ে গেছে। রাজশাহীতে নৌবন্দর স্থাপন করা হবে। মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌরুট চালু, রাজশাহী–কলকাতা সরাসরি বাস ও ট্রেন চালু করতে চাই।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী বলেন, ২১ জুন লিটনকে বিপুল ভোটে বিজয়ী করে আমরা প্রধানমন্ত্রীকে দেখিয়ে দেব রাজশাহী আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মহানগর সহ–সভাপতি নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, জাসদ মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুসহ প্রমুখ।
এসএ/দীপ্ত নিউজ