রাষ্ট্রীয় পৃষ্ঠোপোষকতায় কোন সন্ত্রাসকে প্রশ্রয় দেয়া হবে না বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একইসাথে গরমের কারনে শিক্ষার্থী–শিক্ষকদের কষ্ট হলেও এখনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কথা ভাবছেন না বলেও জানান তিনি।
রবিবার (৪ জুন) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত মাতৃভাষা পিডিয়ার ভুক্তি লিখন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ।
এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন শিক্ষার্থীদের অভ্যন্তরীন কোন্দলে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। এ বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদেরকে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।
এর আগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আক্তার, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রভেসর ড. হাকিম আরিফ ও জেলা প্রশাসক–সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রুনা/আল/দীপ্ত সংবাদ