রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অনুমতি নিতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
সিইসি, চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে ঘন্টাব্যাপি বৈঠক করেন।
বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সিইসি। জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। দ্রুতই ঘোষণা হবে জাতীয় নির্বাচনের তফসিল।
সিইসি জানান, রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আর, সুষ্ঠু নির্বাচন করতে কমিশন প্রস্তুত বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
রাষ্ট্রপতির অনুমতি মেলায় এখন যে কোন দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। আর সেই ভাষণেই তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
এসএ/দীপ্ত নিউজ