যুদ্ধের এই এক বছরে রাশিয়ার ১ লাখের ও বেশি প্রায় দেড় লাখের মত নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে রুশ সেনাদের প্রাণহানির এ হিসাবের তথ্য দিয়েছেন ইউক্রেন। তবে ক্রেমলিন জানিয়েছে, চলমান যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাশিয়ার দরজা সবসময় খোলা আছে।
রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। মস্কোর অভিযোগ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাতে ড্রোন হামলার চেষ্টা করে কিয়েভ। তবে তা ব্যর্থ বলে দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সীমান্তে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, চলমান যুদ্ধে মস্কো কখনো আপোষ করবে না, বরং নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে নিতে হবে ইউক্রেনকে।
গত বছরের (২৪ ফেব্রুয়ারি ) সামরিক অভিযান শুরুর পর সেপ্টেম্বরে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং ঝাপোরিঝিয়া অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে আদেশ জারি করে মস্কো। যদিও ভূখণ্ডগুলোর নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি নিতে পারেনি রাশিয়া।
যূথী/দীপ্ত সংবাদ