শনিবার (১২ মার্চ ) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মহানগরীর মতিহার থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদি হয়ে অজ্ঞাত ৪ থেকে ৫ শতাধিক জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ বিনোদপুর বাস স্ট্যান্ড এর চেইন মাস্টার মোঃ তসলিম আলী পিটারকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে কয়েকশত শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম। তিনি আরও বলেন ‘শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। কতজন আহত হয়েছেন, এখনও নিশ্চিত করে জানতে পারিনি।’
এ ঘটনায় শিক্ষার্থীরা জানান, বাসে বসাকে কেন্দ্র করে চালকের সহকারীদের সঙ্গে প্রথমে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। পরে স্থানীয়রা তাদের ওপর হামলা করে।
বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহিদ জানান, ‘সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী বাসের হেলপার ও ড্রাইভারকে মারতে শুরু করেন। পরে তারা দৌড়ে পাশের জুতার দোকানে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তখন একজন তাদের রক্ষার চেষ্টা করলে তাকেও মারধর করেন শিক্ষার্থীরা। এরপর অন্য দোকানিরা এগিয়ে এলে সবাই সংঘর্ষে জড়িয়ে পড়েন।’
ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মামলা সম্পর্কে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, থানায় আমরা মামলা নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আল/দীপ্ত