রেকর্ড গড়া এক রান তাড়ায় অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। মুম্বাইয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত সেমিফাইনালে জেমিমা রদ্রিগেজের অপরাজিত সেঞ্চুরিতে স্বাগতিকরা ৫ উইকেটের জয় তুলে নেয়। ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারে জয় পায় ভারতীয় মেয়েরা। যা নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৩৩৮ রান। ফোয়েবে লিচফিল্ডের ১১৯, অ্যালিসা পেরির ৭৭ ও অ্যাশলি গার্ডনারের ৬৩ রানের ইনিংসও জয়ের জন্য যথেষ্ট হয়নি। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও শ্রী চরণী।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে ভারত। ৫৯ রানে দুই ওপেনার আউট হলে দলের ভরসা হয়ে দাঁড়ান জেমিমা ও অধিনায়ক হারমানপ্রীত কৌর। তাদের ১৮৭ রানের জুটিতে গড়ে ওঠে জয়ের ভিত। ৮৮ বলে ৮৯ রান করে হারমানপ্রীত আউট হলেও জেমিমা একপ্রান্তে অবিচল থাকেন।
দুটি জীবন পেয়ে সুযোগ কাজে লাগান জেমিমা। ১৩৪ বলে ১২৭ রানের অপরাজিত ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তার সঙ্গে শেষদিকে অবদান রাখেন দীপ্তি শর্মা (২৪), রিচা ঘোষ (২৬) ও আমানজোত কৌর (১৫)।
দুইবার জেমিমার ক্যাচ মিস করেছিল অস্ট্রেলিয়া, একবার উইকেটরক্ষক অ্যালিসা হিলি ও পরেরবার ম্যাকগ্রা। সেই ভুলই শেষ পর্যন্ত তাদের টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।
এর আগে চলতি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩৩১ রান তাড়া করে রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই রেকর্ডই ভেঙে দিল ভারতীয় মেয়েরা।
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 