চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হচ্ছে পিএসজি ও বার্সেলোনা। আরেক ম্যাচে ডর্টমুন্ডের মাঠে আতিথ্য নেবে অ্যাতলেটিকো মাদ্রিদ। দুটো ম্যাচই শুরু রাত ১টায়।
পার্ক দ্যা প্রিন্সেসকে প্রথম লেগে স্তব্ধ করে, পিএসজিকে হতাশার চাদরে মুড়িয়েছে বার্সেলোনা। ৩–২ গোলে প্যারিসিয়ানদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমির পথে এক ধাপ এগিয়ে আছে কাতালানরা।
বার্সেলোনার হয়ে এই মৌসুমেই শেষ ডাগআউট সামলাবেন কোচ জাভি। এমন খবরের পর থেকেই যেন চিরচেনা রুপে ফিরে এসেছে কাতালানরা। সবশেষ টানা ১৩ ম্যাচ অপরাজিত আছে স্প্যানিশ জায়ান্টরা।
সেমির পথ বাঁচিয়ে রাখতে কঠিন পরীক্ষার অপেক্ষায় পিএসজি। ২০২০–২১ মৌসুমে বার্সার ঘরের মাঠে রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় করেছিল প্যারিসিয়ানরা। সেই ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিকে কাতালানরা হেরেছিল ৪–১ গোলে। ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষায় এনরিকের শিষ্যরা।
এদিকে প্রথম লেগে ঘরের মাঠে ডর্টমুন্ডকে হারিয়ে ২০১৭ সালের পর আবার সেমিতে খেলার হাতিছানি অ্যাতলেটিকো মাদ্রিদের সামনে। আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে মরিয়া বরুশিয়া ডর্টমুন্ড।
আল / দীপ্ত সংবাদ