কাতারে আজ ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসর শুরু হচ্ছে। প্রথমদিন বাংলাদেশ সময় রাত দশটায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর।
বিশ্বজুড়ে মানুষের চোখ আর আগ্রহ এখন কাতারে। নানা বয়সী আর শ্রেণীপেশার মানুষকে সেদিকে টানতে, চেষ্টারও কোনো কমতি নেই বিশ্বকাপ আয়োজকদের। খেলার জন্য স্টেডিয়াম আর আবাসনের হোটেলের পর প্রস্তুত এক লাখ স্কয়ার মিটার আয়তনের বিনোদনকেন্দ্রও। খেলায় অংশ নেয়া দলগুলোর ফুটবল শৈলীর চেয়ে কোনো অংশ পিছিয়ে নেই আয়োজকদের শৈলী। নতুন আটটি স্টেডিয়াম সাজানো হয়েছে ভিন্ন মাত্রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে কি কি আয়োজন থাকছে, তা নিয়ে গোপনীয়তার চেষ্টা করেছেন আয়োজকরা। তবে গোপন থাকেনি সবকিছু। গত তিনটি আসরের মত এবারও যে বিশ্বকাপ ফুটবলের সাথে জড়িয়ে থাকছে পপ তারকা শাকিরার নাম, তা প্রকাশ হয়ে গেছে দু’দিন আগেই। সেই সাথে এবার প্রথম ভারতীয় হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। সেই সাথে সাউথ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর জানকুক, ব্ল্যাক আয়েড পিস আর রবি উইলিয়ামসও থাকবেন সুরের মুর্ছনায়।
শুধু অনুষ্ঠান আর স্টেডিয়াম বানালেই তো হবে না। করতে হবে কাজের কাজটাও। আল বায়েত স্টেডিয়ামে উদ্বোধনী দিনে এ গ্রুপের ম্যাচে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের প্রতিপক্ষ স্বাগতিকরা। তবে সেখানেও বিতর্ক পিছু ছাড়ছে না কাতারের। মধ্যপ্রাচ্য সম্পর্কিত ব্রিটিশ গবেষণা কেন্দ্রের আঞ্চলিক প্রধান টুইট কোরে জানিয়েছেন, প্রথম ম্যাচে জয় পেতে ইকুয়েডরের অন্তত আটজন খেলোয়াড়কে কিনে নিয়েছে কাতার। তাতে ৭ দশমিক ৪ মিলিয়ন ডলার খরচার কথাও বলা হয়েছে।