উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় রাত ১টায় ইতালিয়ান ক্লাব নাপোলির প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
একই সময় ইংলিশ ক্লাব আর্সেনালের মুখোমুখি হবে ফ্রান্সের লঁস। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ গ্যালাতাসারে। তার আগে রাত পৌনে ১১টায়, ইউনিয়ন বার্লিনের মুখোমুখি হবে ব্রাগা। এছাড়াও, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাত ১০টায় নাসাজি মাজান্দারানের বিপক্ষে মাঠে নামবে নেইমারের আল হিলাল।
রাতে চ্যাম্পিয়ন্স লিগে সব চেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ‘সি’ গ্রুপে। যেখানে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির আতিথ্য নেবে চ্যাম্পিয়ান্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। দলীয় শক্তি, রেকর্ড, ফর্ম সবকিছুর বিচারে নাপোলির চেয়ে এগিয়ে রিয়াল।
তবে ইনজুরিতে দলের মূল দুই ডিফেন্ডার এলডার মিলিতাও এবং ডেভিড আলাবাকে পাবে না স্প্যানিশ ক্লাবটি। লম্বা ইনজুরিতে দীর্ঘদিন থেকে মাঠের বাইরে রয়েছে গোলরক্ষক থিবো কোর্তায়া।
আল আমিন / দীপ্ত সংবাদ