ই গ্রুপের চার দল মাঠে নামবে রাত ১টায়। এতে নির্ধারিত হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ভাগ্য। এরআগে রাত ৯টায় হবে এফ-গ্রুপের দুটি ম্যাচ। যাতে নির্ভর করছে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার ভাগ্য।
এর আগেও মুখোমুখি হয়েছে বেলজিয়াম-ক্রোয়েশিয়া। খেলেছে বিশ্বকাপের বাছাইপর্বেও। তবে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে এবারই প্রথম দেখা হচ্ছে দল দু’টির। গ্রুপ এফ থেকে শেষ ষোলোয় জায়গা করে নিতে, দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। ড্র হলেই নকআউট পর্বে উঠে যাবে ক্রোয়েশিয়া। অন্যদিকে, ফিফা রেঙ্কিংয়ের ২ নম্বর দল বেলজিয়ামের জয়ের কোনো বিকল্প নেই। আহমাদ বিন আলী স্টেডিয়ামে, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
একইসময় দোহার আল থুমামা স্টেডিয়ামে গ্রুপের আরেক ম্যাচে, মরক্কোর প্রতিপক্ষ আসর থেকে বিদায় নিশ্চিত হওয়া কানাডা। ৩৬ বছর পর বিশ্বকাপে ফেরা দলটি, জিততে পারেনি কোনো ম্যাচ। অন্যদিকে, বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে চমক দেখানো মরক্কোর সামনে, ৩৬ বছর পর শেষ ষোলোতে ওঠার চ্যালেঞ্জ।
গোল উৎসব দিয়ে বিশ্বকাপ শুরু করা স্পেন, পরের ম্যাচেই জার্মানির সঙ্গে ড্র করে ১-১ গোলে। তাই শেষ ষোলো নিয়ে তাদের তেমন একটা দুশ্চিন্তা নেই। এশিয়ার দেশ জাপানের বিপক্ষে ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত তাদের। অন্যদিকে ই গ্রুপে এখন দুই নম্বরে আছে জাপান। জিতলেই পরের রাউন্ডে জায়গা করে নেবে তারা। ড্র করলেও থাকবে সুযোগ। খলিফা স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ১টায়।