মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ হিসেবে উপজেলার ৮টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩২৪ অর্থবছরে খরিপ মৌসুমে মাসকালাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার সরবরাহ করা হয়।

গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা হিসেবে ৫০জন কৃষকের প্রতিজনকে প্রতি বিঘার জন্য বীজ ১কেজি এবং ডিএপি ও এমওপি সার ২০কেজি করে সরবরাহ করা হয়। এ ছাড়া প্রতিজন কৃষককে জমি তৈরি ও পরিচর্যার জন্য শ্রমিক খরচ হিসেবে মোবাইলের মাধ্যমে দুই হাজার করে টাকাও প্রদান করা হচ্ছে।

অপরদিকে মাসকালাই প্রণোদনা হিসেবে ২০জন কৃষকের প্রতিজন কৃষককে প্রতি বিঘা জমির জন্য পাঁচ কেজি বীজ এবং ডিএপি সার ১০কেজি ও এমওপি সার পাঁচ কেজি করে সরবরাহ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হকের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠনিক উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সহসভাপতি আব্দুল বারী মোল্লা। এ ছাড়া কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, প্রণোদনা প্রাপ্ত কৃষক প্রমুখ।

 

আব্দুর রউফ রিপন/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More