রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০৬ এপ্রিল) সকালে গোদাগাড়ী উপজেলার ধামিলা ঈশ^রীপুর এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক শামছুল ওয়াদুদ।
এসময় রাজশাহী জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে ছালমা ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প রাজশাহী অঞ্চলের মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় দেশ শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। এসময় তিন কৃষককে সরিষার বীজ প্রদান করা হয়।
আল/দীপ্ত সংবাদ