মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

রাজশাহীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-ছেলে নিহত

রাজশাহীর তানোর উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা গণধোলাই দিয়ে স্বামী আলিউল ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার পাচন্দর উত্তরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে।

ছরিকাঘাতে নিহতরা হলেনআলিউল ইসলামের স্ত্রী নিপা খাতুন (২৫) এবং ৬ বছরের শিশুপুত্র নুর নবী। ঘাতক আলিউলকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে পুলিশ ।
নিহত নিপার ভাই দুলু জানান, পার্শ্ববর্তী মোহাম্মদপুর গ্রামের মৃত সিদ্দিকের ছেলে আলিউল ইসলামের সঙ্গে তার বোনের ৮ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেয় নূরনবী নামের এক পুত্র সন্তান। আলিউল ইসলাম প্রায় নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে নিপাকে মারধর করতেন। তাদের স্বামীস্ত্রীর মধ্যে প্রায় দ্বন্দ্ব হতো। এ কারণে তার বোন এক বছর আগে তাদের বাড়িতে চলে আসেন। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে আলিউল মদ পান করে তাদের বাড়িতে আসেন। এসময় বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগে তার বোন এবং তার ছেলেকে ছুরিকাঘাত করে সে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিয়ে রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, পুলিশি পাহারায় আটক আলিউলকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More