বিশ্ব পানি দিবস উপলক্ষে বরেন্দ্র অঞ্চলের জল ও জীবনের নিরাপত্তায় জলাধারগুলো সুরক্ষা করার দাবিতে ‘পানিবন্ধন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় বরেন্দ্র ইয়ুথ ফোরাম, বরেন্দ্র রিসার্স এন্ড অ্যাডভোকেসি সোসাইটি ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকসহ নাগরিক সমাজের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেয়া উদ্যোক্তারা বলেন, বাংলাদেশের উত্তর–পশ্চিমাঞ্চলের কৃষিপ্রধান বরেন্দ্র অঞ্চলটি খরাপ্রবণ এলাকা। এটি দেশের অন্যান্য এলাকা থেকে ভৌগোলিকভাবেই আলাদা বৈশিষ্ট্য বহন করে। একসময় গ্রাম ও শহরের প্রান্তিক মানুষগুলো প্রাকৃতিক উৎস থেকে পানি ব্যবহার করতো। পানির সেই উৎসগুলো দিনদিন ভরাট বা নষ্ট করে ফেলছে একটা মহল।
তারা আরও জানান, রাজশাহীকে আগে পুকুরের শহর বলা হতো। শুধু রাজশাহী নয়, প্রাকৃতিক জলাধারে সয়লাব ছিল পুরো বরেন্দ্র অঞ্চল। তবে বর্তমানে নানা কুচক্রী মহলের দৌরাত্ম্যে সে অবস্থা আর এখন নেই। ফলে এটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি বয়ে আনছে।
এছাড়া, নতুন করে কোনো পুকুর, দিঘি বা প্রাকৃতিক জলাধার ভরাট না করে পানি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার জোর দাবিও জানান উদ্যোক্তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, বারসিক বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল, ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জের সভাপতি সামিউল আলিম শাওন, সেক্টর কমান্ডার ফোরামের মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস প্রমুখ।
ইউ.আদনান/এসএ/দীপ্ত সংবাদ