রাজশাহীর ওপর দিয়ে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বয়ে যাওয়া তাপপ্রবাহ তীব্র আকার ধরণ করেছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহের সঙ্গে বইছে তীব্র তাপদাহ।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল চারটার পর রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.০ ডিগ্রি সেলসিয়াস যা তীব্র তাপদাহ আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। আর বিকেল চারটায় বাতাসের আদ্রতা ছিল ২৮ শতাংশ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আর গত বুধবার (১২ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়াসহ গাছ–পালা কমে যাওয়া, নগরায়ন বৃদ্ধিপাওয়া, যান–বাহন বৃদ্ধি, ঘনবসতি বৃদ্ধি, নদীর পানি শুকিয়ে যাওয়ায় ও বালু দ্রুত উত্তাপ্ত হওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন আবহাওয়ার এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত বছর ১৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আফ/দীপ্ত সংবাদ