রাজশাহীতে তাপমাত্রার পারদ কেবল উপরেই উঠছে। এই আগুন ঝরা আবহাওয়ায় পুড়ছে পদ্মাপাড়ের রাজশাহী। তাপদাহে গত কয়েক দিন থেকে মানুষের পাশাপাশি পশুপাখিরাও হাঁসফাঁস করতে শুরু করেছে। অতিরিক্ত গরমে একটু প্রশান্তির আশায় মানুষকে গাছের ছায়ায় কিংবা শীতল কোনো স্থানে বসে বা শুয়ে আছেন। টানা তাপদাহে চারিদিকে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে। কিন্তু কাঙ্খিত বৃষ্টির দেখা মিলছেনা।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৩ ডিগ্রী সেলসিয়াস যা তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৩ ডিগ্রী সেলসিয়াস। আর দুপুর তিনটায় বাতাসের আদ্রতা ছিল ১০ শতাংশ।
গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকড় করা হয় ৪০.০ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.০ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু সর্বোচ্চ তাপমাত্রা রেকড় করা হয় ৪০.০ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৩ ডিগ্রী সেলসিয়াস। এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ১৭ এপ্রিল রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস। এ তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকবে, তবে ১২ মে এরপর তাপমাত্রা কিছুটা কমবে।
উল্লেখ্য, গত বছর ১৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
আল/দীপ্ত সংবাদ