রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের বিরুদ্ধে নৈতিক স্খলন ও নীতি নৈতিকতা বিবর্জনের অভিযোগ তুলে দল থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ মার্চ ) দুপুরে মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে মহানগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নওসের আলী, শাহাদত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, নাইমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আসলাম সরকার, সদস্য হাবিবুর রহমান বাবু, ইউনুস আলী, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কালু, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান রতন, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, সাবেক ছাত্রনেতা এ্যাডভোটেক আবু রায়হান মাসুদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক।
বক্তাগণ বলেন, যে নেতা ভিডিও কলে নারীদের সঙ্গে অশ্লীলতায় মেতে উঠতে পারেন, তাকে দিয়ে দলের বা সমাজের কোনো উন্নয়ন সম্ভব নয়। আওয়ামী লীগের মতো দলের পদ বাগিয়ে এই ধরনের কাজে লিপ্ত থাকায় ডাবলু সরকারকে দ্রæত সংগঠন থেকে বহিস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রæয়ারি ডাবলু সরকারের একটি অশ্লীল ভিডিও নেট দুনিয়ার জড়িয়ে পড়ে। ভিডিও ছড়ানোর অভিযোগে গত ১৮ ফেব্রæয়ারি মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় ডাবলু সরকার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
আল/দীপ্ত