রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টেল প্লাস্টিক জাতীয় পরিবেশ কার্নিভাল–২০২৩ (সিজন ২) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) সকালে ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী অঞ্চলের আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
উক্ত আঞ্চলিক বাছাই পর্বে ৫ টি ক্যাটাগরিতে ৬ টি সেগমেন্টে অংশ নেয় রাজশাহী বিভাগের পায় ৫০ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রায় ২০০ প্রতিযোগী। আঞ্চলিক বাছাই পর্বে অনুষ্ঠিত পরিবেশ অলিম্পিয়াড, পরিবেশ কুইজ, কেস সলভিং, চিত্রাংকন, ডিজিটাল পোস্টার এবং পরিবেশ বান্ধব বিজ্ঞান প্রকল্প, এই ৬টি সেগমেন্ট থেকে ১০২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক এর সভাপতি খন্দকার আবদুল্লাহ আল তাহমীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ মোঃ তারিকুল হাসান। এসময় উপস্থিত ছিলেন টেল প্লাস্টিক আরএফএল অপারেশন এজিএম মো: মোকারম হোসেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইন্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দীপ্ত টিভি।
আল/দীপ্ত সংবাদ