রাজবাড়ীর পাংশায় উপজেলায় দ্রুতগামী ট্রাক চাপায় ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (২১ মে) বিকেলে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মাছপাড়া ইউনিয়নের পাগলার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন– কুষ্টিয়া জেলা খোকসা উপজেলাধীন কামলাপুর গ্রামের ভাদু শেখের ছেলে কোরবান আলী শেখ (৫৫) এবং মৃত ভণিভূষণের ছেলে আশোক বিশ্বাস (৫৪)। নিহত দুজনই স্বর্ণ ব্যবসায়ী বলে জানা গেছে।
জানা গেছে, সকালে কোরবান শেখ ও অশোক রায় এক মোটরসাইকেল পাংশায় মহাজনের হালখাতা করতে যায়। হালখাতা শেষে খোকসায় নিজ বাড়ি ফেরার পথে মাছপাড়া পাগলার মোড় এলাকায় মোটরসাইকেলটি পৌছেলে সামনে থাকা ট্রাক ওভারটেকিং করতে গিয়ে ট্রাকের চাপা পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী মারাত্বক জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
পাংশা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ সবুজ মিয়া বলেন, অজ্ঞাত ট্রাকের ধাক্কায় দুইজন স্বর্ণ ব্যবসায়ী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশের সুরতাহল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। আইনগত কার্যক্রম শেষ করে নিহতদের পরিবারের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এখনও ঘাতক ট্রাক ও চালক পলাতক রয়েছে।