ঐক্য ন্যাপের সভাপতি ও দেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন। রবিবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ডা. লেনিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘গত ১৭ এপ্রিল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন পঙ্কজ ভট্টাচার্য। এরপর তাকে আইসিইউতে ভর্তি করা হয়। গত শনিবার সকাল ৮টার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। রবিবার রাত ১২টা ২৫ মিনিটে পঙ্কজ ভট্টাচার্য লাইফ সাপোর্টে থেকে মারা যান।
তিনি আরও বলেন, বর্ষিয়ান এই নেতা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তার কোলনে সমস্যা ছিল। তার উচ্চ রক্তচাপ ও হৃদপিণ্ডে সমস্যা ছিল। এ ছাড়া প্রস্টেট ক্যানসার ছিল, সেটি অপারেশন করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর।
এফএম/দীপ্ত সংবাদ