সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

 রাজনৈতিক বিরোধে পৌর কাউন্সিলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিজের মামাদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ এবং রাজনৈতিক প্রতিহিংসার মুখে চুরির মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলেছেন পাবনার সুজানগর পৌরসভার কাউন্সিলর ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা জায়দুল হক জনি।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। জায়দুল হক জনি সুজানগর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর, মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড, সুজানগর পৌর শাখার সাধারণ সম্পাদক এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্মআহবায়ক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বড় মামা মৃত আব্দুস সালাম স্বপরিবারে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর মেজমামা আব্দুর সবুর রাজা তার কোটি কোটি টাকার সম্পত্তি ভোগদখল করতে থাকেন। পরবর্তীতে অন্যান্য ভাইবোন মৃত বড় ভাইয়ের সম্পত্তির ভাগ চাইলে বিরোধ শুরু হয়। ওয়ারিশ সূত্রে কাউকে পাওনা না দিয়ে নানা অপকৌশল শুরু করেন আব্দুর সবুর রাজা। একপর্যায়ে মেজমামা আমার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ ও কথাবার্তা শুরু করে। গত ৯ আগস্ট মধ্যরাতে ফ্রিজ, এসি, জেনেটার, পানির পাম্প ও জমিজমার দলিল আমার বাড়িতে রাখতে বলে। তখন বলেবাড়িঘর ভেঙে জিনিসপত্রগুলো বাহির করা হয়েছে, কোথাও রাখার জায়গা নেই। আমি সরল মনে মামার কথায় বিশ্বাস করে সেগুলো রেখেছিলাম। কিন্তু ১৩ আগস্ট থানায় সেইসব মালামাল চুরি দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানো হয় এবং গ্রেপ্তার করানো হয়।

তিনি বলেন, ‘থানায় নেয়ার পরও মেজমামা আমাকে প্রস্তাব দিয়েছিল যে– ‘মালামালগুলো আমার ছোটমামা চুরি করে আমার বাড়িতে রেখেছে’এমনটা বললে তাকে ছেড়ে দেয়া হবে। কিন্তু আমি অস্বীকার করায় আমাকে সেই মালামালের চুরির মামলা দিয়ে ফাঁসানো হয়। আমার মেজমামা আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে আমাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা ফাঁসিয়ে দিয়েছে। আমি এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং ষড়যন্ত্রমূলক ঘটনার বিচার চাই।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছোটমামা রেজয়ান খোকন ও শফিকুল ইসলাম শফিসহ বিভিন্ন আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

শামসুল আলম/শায়লা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More