নানা অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর গ্রিনরোডের কয়েকটি ওষুধের দোকান ও রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়।
কর্মকর্তারা দাবি করেছেন, অভিযানের ফলে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। এসময় বিদেশি পণ্য বিশেষ কোরে শিশুখাদ্য ও কসমেটিকস আমদানিকারক ছাড়াই বিক্রির প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অতিরিক্ত মূল্য নেয়ার প্রমাণও পান কর্মকর্তারা। এছাড়া মেয়াদ মুছে ফেলে নতুন করে লেখা এবং পণ্যের গায়ে একাধিক আমদানিকারকের স্টিকারযুক্ত পণ্য পান তারা। এসব অভিযোগে একাধিক ফার্মেসিকে জরিমানা গুনতে হয়। পরে একই এলাকার রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। ফ্রিজে যথাযথভাবে খাদ্যপণ্য না রাখা এবং রেস্টুরেন্টের নিজস্ব তৈরি করা পণ্যের মেয়াদ উল্লেখ না থাকায় জরিমানা গুনতে হয়।
কর্মকর্তারা জানান, নিয়মিত অভিযান পরিচালনা করায় অবস্থার উন্নতি হতে শুরু করেছে। তবে এখনো অনেক অনিয়ম পাওয়া যাচ্ছে।অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।