রাজধানীতে ডাক্তার ও নার্সদের এ্যাপ্রোন মুখে মাক্স এবং গলায় ভুয়া আইডি কার্ড পরে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার। বুধবার (৫ এপ্রিল) গুলশান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা হতে তাদের আটত করে। চোরাই যাওয়া ৬টি ল্যাপটপ, ১০টি মোবাইল ও ২টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের গুলশান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই যাওয়া ৬টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও ২টি ব্যাগ উদ্ধারসহ সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের নাম— আফসানা আক্তার (২২), তন্ময় বিশ্বাস (৩০), স্বপন শেখ (৪৫), মোঃ নুরুল ইসলাম (২৭), কলিম উদ্দিন কালু কলিউল্লাহ (৪০) এবং মোঃ মোখলেছুর রহমান (৫১)।
উল্লেখ্য, বুধবার গুলশান থানা পুলিশ কর্তৃক ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় চুরি করা চক্রের অন্যতম প্রধান আসামী আফসানা আক্তার (২২) কে সকাল নয়টায় চুরি করে আসার সময় গুলশান থানাধীন ২নং পুলিশ চেকপোষ্ট এর সামনে গ্রেফতার করা হয়।
তার স্বীকারোক্তি মোতাবেক ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সহযোগী চক্রের আরো পাঁচ সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পরষ্পরের যোগসাজসে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় ডাক্তারি এ্যাপ্রোন, মুখে মাক্স এবং গলায় আইডি কার্ড পরে সুকৌশলে অভিনব পন্থায় বাসায় প্রবেশ করে চুরি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪ টি নিয়মিত মামলা ও দুটি সাজা গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
অনু/দীপ্ত সংবাদ