রাজধানীতে দীর্ঘ ভোগান্তির নাম বিজয় সরণি ট্রাফিক সিগন্যাল। ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকার পরও এই সিগন্যালে দীর্ঘ সময়ের জন্য আটকে থাকে যানবাহন।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, ব্যক্তিগত গাড়ি কমিয়ে স্মার্ট ট্রাফিক সিস্টেমের মাধ্যমে এ ভোগান্তি কমানো যেতে পারে।
রাজধানীর গুরুত্বপূর্ণ বহুমুখী সড়কের সংযোগস্থল এটি। অথচ সচল নেই একটিও সিগন্যাল বাতি। ভরসা ট্রাফিক পুলিশের হাতের ইশারা। একজন সার্জেন্টের নির্দেশে চার সড়কের মাঝে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেন চারজন ট্রাফিক পুলিশ সদস্য।
আরও পড়ুন: মেট্রোরেলের বিজয় সরণী ও ঢাবি স্টেশন খুলছে
দ্রুত গতিতে শহরের বিভিন্ন স্থান থেকে আসা গাড়িগুলো বিজয় সরণিতে এসেই একেবারে দাঁড়িয়ে যায়। সিগন্যালে প্রতিক্ষার প্রহর হয় দীর্ঘ থেকে দীর্ঘতর।
ভোগান্তি কমাতে বিকল্প পদ্ধতি নিয়ে দ্রুত কার্যকর করার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের।
আল / দীপ্ত সংবাদ