গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২ মে) বিকাল ৩টায় রাজধানী গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপি এতে এনসিপি কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
শনিবার (২৬ এপ্রিল) এনসিপি অস্থায়ী কার্যালয়ে চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বৃহস্পতিবার (১ মে) এক ভিডিও বার্তায় ঢাকাবসীকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (৩০ এপ্রিল) মিরপুর ও বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এসএ