রাঙামাটিতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিসবটি উপলক্ষে শনিবার (০৯ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভা পাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, শিক্ষাবিদ শিশির চাকমা, নারী সংস্কার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সদস্য সচিব ইন্টু মনি তালুকদার প্রমুখ।
উষাতন তালুকদার বলেন, দীর্ঘ ২৭ বছর হয়ে গেলেও পার্বত্য চুক্তির বাস্তবায়ন না হওয়া, এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বিশ্বের পরাশক্তি আমেরিকা, রাশিয়া, ভারত, চীনের বঙ্গপসাগরে নিজর পরেছে, বিশেষ করে আমেরিকার, তাই আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। প্রধান উপদেষ্ঠা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে, কিন্তু আদো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্খা রয়েছে। কেন না আমেরিকা কি ভাবছে তার উপরই সব কিছু নির্ভর করছে। চুক্তি বাস্তায়ন না হওয়ার জন্য ইউপিডিএফকে সম্পূর্ণ ভাবে দায়ি করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই নেতা।
তিনি আরো বলেন, বাইরে থেকে কেউ আমাদের অধিকার আদায় করে দিবে না, অধিকার আদায়ে সকলকে ঐক্যভাবে লড়াই সংগ্রামে এগিয়ে আসার আহবান জানান তিনি।
আলোচনা সভা শেষে রাঙামাটি পৌরসভা পাঙ্গণ থেকে একটি বণ্যঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমী পাঙ্গনে গিয়ে শেষ। শোভাযাত্রায় নৃ–তাত্তিক জাতিগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব পোশাকে এবং নানা বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন।
মিশু/আল