রাঙামাটিতে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা মো. জাহিদ কালাম কর্তৃক সেবা প্রার্থীকে চরম হয়রানি, অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও ভীতি প্রদর্শন এবং মানবাধিকার লংঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগি।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগি দয়াল কুমার চাকমা।
দয়াল কুমার চাকমা বলেন, ২০২০সালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য, প্রকৌশলী ও ঠিকাদারগণ কর্তৃক ২৪টি অস্তিত্বহীন ভুয়া প্রকল্পের বিপরীতে দুই কোটি ৪৩লাখ ৫০হাজার টাকা সরকারি অর্থ আত্মসাতের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন রাঙামাটি বরাবরে আমি অভিযোগ করেছিলাম। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪টি অস্তিত্বহীন প্রকল্পের জন্য নয় জনকে আসামি করে চারটি মামলা করা হয়েছে। বাকি ২০টি ভুয়া প্রকল্পের অভিযোগের কি অবস্থা তা জানতে আমি দুর্নীতি দমন কমিশন রাঙামাটি কার্যালয়ে গেলে কর্মকর্তা মো. জাহিদ কালাম কর্তৃক চরম হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের শিকার হই। শুধু তাই নই আমার অভিযোগ পত্রটি তিনি গ্রহণ করেননি এবং আমি যে অভিযোগ করতে সেখানে গিয়েছি তা আমি বাড়ি পৌঁছানোর আগেই যাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে গিয়েছি তাদের জানিয়ে দেওয়া হয়েছে। দুদক কর্মকর্তার এহেন কর্মকান্ডে এই দুর্নীতির সঠিক বিচার হবে কিনা তা নিয়ে আমি সন্ধিহান।
এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন রাঙামাটি কার্যালয়ের উপ–পরিচালক মো. জাহিদ কালাম জানান, এই অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। আমার তদন্ত কাজকে প্রভাবিত করা জন্য তিনি এমন অভিযোগ করছেন।
মিশু দে/পূর্ণিমা/দীপ্ত নিউজ