আবারও ফিরছে বলিউড বহুল আলোচিত ও সেনসেশনাল হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’। তবে এবার আর সানি লিওন নয়, তার জায়গায় উত্তাপ ছড়াবেন দক্ষিণী ‘মিল্ক বিউটি’খ্যাত তারকা তামান্না ভাটিয়া।
জনপ্রিয় প্রযোজক একতা কাপুর তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’–এর কাজ।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে, একতা কাপুর অনেক দিন ধরেই নতুন কিস্তি বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছর শেষের দিকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। আর আগের দুই কিস্তির মতো এবারও ভৌতিক আবহে ছড়ানো হবে উষ্ণতা।
২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি, আর ২০১৪ সালে সানি লিওন নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস ২’। এবার সেই ধারাবাহিকতায় তৃতীয় কিস্তির প্রস্তুতি শুরু হয়েছে।
সূত্র থেকে জানা যায়, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও অবাক হয়েছেন।
সব মিলিয়ে ‘রাগিনী এমএমএস থ্রি’কে ঘিরে এখন থেকেই বলিউডে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
উল্লেখ্য, তামান্না ভাটিয়া প্রথমবারের মতো এমন ভৌতিক–ইরোটিক ঘরানার ছবিতে অভিনয় কারটা দর্শকদের জন্য হবে বাড়তি আকর্ষণ।
এসএ