রমজান মাসে হাইকোর্টের বিচারকাজের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরিবর্তীত সময়সূচি অনুযায়ী, রমজানে হাইকোর্টে বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং শেষ হবে বিকেল সোয়া ৩টায়।বুধবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে হাইকোর্টের বিচারকাজের সময়সূচি হবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত।
এদিকে, রমজান মাসে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। নতুন সময়ে এসব অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের জন্য জোহরের নামাজের বিরতি থাকবে।
রমজান মাসের অফিস সময়সূচি নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের সুবিধামত অফিস সময়সূচি নির্ধারণ করবে।
এ বছর রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে রোজা শুরু হতে পারে ২ মার্চ।