আসন্ন মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং জোরদার ও অবৈধ মজুদ প্রতিরোধে যশোরের শার্শা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।
সভায় শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।