বিপিএলে‘র দ্বাদশ (১২তম) আসর থেকে ছিটকে গেলো ঢাকা ক্যাপিটালস। শনিবার (১৭ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ১১ রানে হেরেছে ঢাকা।
মিরপুর স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে, উদ্ধোধনী জুটিতে ১২৬ রান যোগ করেন ডেভিড মালান ও তাওহিদ হৃদয়। ব্যক্তিগত ৭৮ রানে সাজঘরে ফেরেন মালান। তাওহিদ ফেরেন ৬২ রান করে।
এরপর আর তেমন কোনো বড় ইনিংস খেলতে পারেনি রংপুরের কোনো ব্যাটার। কাইল মেয়ার্সের ব্যাট থেকে আসে ২৪ রান। তাতে নির্ধারিত ওভারে চার উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর।
জবাবে, ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা ক্যাপিটালস। সাইফুদ্দিনের চেষ্টায় শেষ পর্যন্ত সাত উইকেটে ১৭০ রানে থামে ঢাকার ইনিংস। সাইফুদ্দিন অপরাজিত থাকেন ৫৮ রান করে।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ছয়টায় লড়বে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিওয়র্স।