রংপুর শহরে কাজী ফার্মসের ডিম বিক্রয়কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত তিন হাজার ডিম নষ্ট করেছে সন্ত্রাসীরা।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ৬ জন সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালায়।
বিক্রয়কেন্দ্রটির ইনচার্জ মেহেদী হাসান জানিয়েছেন, এসময় তিনটি গাড়ি ভাঙচুর ও তিনজন বিক্রয় এজেন্টকে মারধর করে তারা।
তিনি আরও জানান, স্থানীয়দের তথ্য মতে হামলায় নেতৃত্ব দিয়েছে, স্থানীয় মাদকসেবি রোলেক্স।
বিক্রয়কেন্দ্রটির ইনচার্জ জানান, হামলাকারীরা কোনও দাবি–দাওয়া জানায়নি। তারা অতর্কিত হামলা চালিয়ে বিক্রয়কেন্দ্রে থাকা গাড়ি ভাঙচুর ও গোডাউনে ঢুকে ডিম নষ্ট করে। তাদের বাধা দিতে গেলে তিনজন এজেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
কাজী ফার্মসের আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান জানিয়েছেন, হামলাকারীদের কোনও দাবি–দাওয়া না থাকায় ধারণা করা হচ্ছে, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আল