ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
এ সময় বিভাগের তিনটি ক্লাসরুমের দরজা সিলগালা করার পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়। শিক্ষকের বিরুদ্ধে আনা ‘যৌন হয়রানির‘ অভিযোগের যথাযথ তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) এই অধ্যাপকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন সংশ্লিষ্ট বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা।
সহকারী প্রক্টর ড. মুহাম্মদ বদরুল হাসান দুপুরে বিভাগে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানান তিনি।
পরে শিক্ষার্থীরা পাঁচ ব্যাচের ২১৮ জন শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
তবে উপাচার্য সেখানে না থাকায় তারা মিছিল নিয়ে ভিসির বাসভবনে যান। সেখানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল মনসুর আহাম্মদ বিকাল ৫টার মধ্যে প্রশাসনিক সিদ্ধান্ত তাদের জানানো হবে বলে আশ্বস্ত করলে তারা সেখান থেকে সরে আবার বিভাগে যান। বিকাল ৫টা পর্যন্ত তারা বিভাগেই অবস্থান করবেন বলে জানিয়েছেন।
আল / দীপ্ত সংবাদ