বাংলাদেশ প্রিমিয়ার লিগ–বিপিএলে এবার একই দলে খেলবেন তামিম, মাহমুদুল্লাহ ও মুশফিক। সরাসরি চুক্তিতে তামিম আর মাহমুদুল্লাহকে নেয়া ফরচুন বরিশাল, ড্রাফট থেকে কিনেছে মুশফিককে। তবে দল পাননি মুমিনুল হক ও সাব্বির রহমান।
রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত এই ড্রাফট থেকে অংশগ্রহণকারী দলগুলো তাদের পছন্দের দেশি ও বিদেশি ক্রিকেটার বেছে নিয়েছে। আগেই তারকাবহুল দল গড়া রংপুর আজ রনি তালুকদারকে দলে ভিড়িয়ে ড্রাফট শুরু করে।
আগামী বছরের শুরুতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ–বিপিএলের দশম আসর। এতে অংশ নিবে ৭টি ফ্রাঞ্চাইজি। এরমধ্যে নাম পরিবর্তন করে ঢাকা ডমিনেটর্স হয়েছে দুর্দান্ত ঢাকা। তবে ড্রাফটের আগেই জাতীয় দলের আর তারকা তকমার বেশিরভাগ ক্রিকেটার সরাসরি চুক্তিতে দল পেয়ে যাওয়ায় আগ্রহ ছিলো অল্প কয়েকজনকে নিয়ে।
এ ক্যাটেগরি থেকে কেবল মুশফিকুর রহিমই ড্রাফটে দল পাওয়ার অপেক্ষায় ছিলেন। প্রথমবারের সুযোগেই তাকে দলে ভেড়ায় তামিম–মাহমুদুল্লাহর ফরচুন বরিশাল। দলে সিনিয়র ক্রিকেটারের অধিক্য ব্যক্তিত্বের সংঘাত নয়, বরং আরও সমৃদ্ধ করবে বলে জানালেন তামিম।
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, মোট ১১ জন বিদেশি খেলোয়াড় কিনেছে। ড্রাফটেও বেশ পরে তারা কিনেছে তাদের আগের অধিনায়ক ইমরুল কায়েসকে।
তবে ড্রাফটে অবিক্রিত থেকে যাওয়া সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও মারকুটে ব্যাটার সাব্বির রহমানের দল না পাওয়াটা বড় চমকই বলতে হবে।
আল / দীপ্ত সংবাদ