বিশ্বকাপের সেমিতে খেলার স্বপ্ন নিয়ে এবার ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ দল। ইতিমধ্যে তিন ম্যাচের একটিতে জিতেছে সাকিব আল হাসানের দল, হেরেছে দুটিতে। টাইগারদের অর্জন ২ পয়েন্ট।
বিশ্বকাপের বর্তমান পয়েন্ট তালিকা বলছে, টাইগারদের শেষ চারে পৌঁছনো এখনো অসম্ভব নয়, কিন্তু তার জন্য বাংলাদেশকে প্রায় দু–তিনটে বড় দলকে হারাতেই হবে।
টাইগারদের সামনে এখনো ছয়টা ম্যাচ বাকি। এই ছয় ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়।
সমীকরণ বলছে সেমিতে খেলতে হলে প্রত্যেক দলকে অন্তত পাঁচটা জিততেই হবে। সে হিসেবে ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা জিতে গেলেও বাকি পাঁচটা ম্যাচে অন্তত তিনটে শক্ত প্রতিপক্ষকে হারাতেই হবে বাংলাদেশকে।
১৯৯৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাওয়া বাংলাদেশ এখন পর্যন্ত ৬টি আসরেই নিয়মিতভাবে অংশগ্রহণ করেছে। এবারে ভারতে অনুষ্ঠিতব্য আসরটি হবে বাংলাদেশের সপ্তম বিশ্বকাপ আসর। আগের ছয়টি আসরের কোনওটিতেই বাংলাদেশ সেমিতে উঠতে পারেনি। ২০১৯ বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে পঞ্চপাণ্ডব সেমিতে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে সেই স্বপ্ন কোয়ার্টার ফাইনালেও গড়ায়নি।
আল আমিন/ দীপ্ত সংবাদ