রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব–১ এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় প্রধানমন্ত্রী তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোটবোন শেখ রেহানা, একই কেন্দ্রে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদজয়ও তার মায়ের সঙ্গে ভোট দেবেন।
এ সময় প্রধানমন্ত্রী বিটের এসবি পাসধারী প্রত্যেক মিডিয়ার একজন রিপোর্টার ও ক্যামেরাপারসন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে কাভারেজের জন্য থাকতে পারবেন বলেও জানানো হয়।
এর আগে ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।
উল্লেখ্য, রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে।
এ নির্বাচনে নওগাঁ–২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ হবে।
আরো পড়ুন: বিএনপির হাতে দেশ নিরাপদ নয় : প্রধানমন্ত্রী
এসএ/দীপ্ত নিউজ